Previous
Next

সর্বশেষ

নিখোঁজ বালিয়াডাঙ্গীর হামিদুর (হারানো বিজ্ঞপ্তি)

নিখোঁজ বালিয়াডাঙ্গীর হামিদুর (হারানো বিজ্ঞপ্তি)


বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কাশিবাড়ী গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে হামিদুর রহমান (৩৫) নামে এই ব্যাক্তি গত ০৯-০৪-২০১৮ইং ঐ ইউনিয়নের সুরমাহাটে ওয়াজ মাহফিল শেষে আজও বাসা ফেরেনি।
.
এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানায় একটি জিডি করা হয়েছে।
.
জানা গেছে হামিদুর রহমানের মানসিক সমস্যা ছিল
.
.
যদি কোন সহৃদয় ব্যক্তি মানুষটির সন্ধান পেয়ে থাকেন তবে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।
.
01737681139 সাইদুল ..(ভাই)
01736294042 মিঠু.. (চাচা)
সংসদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

সংসদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি


সরকারকে জড়িয়ে বিতর্কিত মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পদত্যাগ দাবি করেছেন স্বতন্ত্র সাংসদ তাহজীব আলম সিদ্দিকী।
জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে গতকাল মঙ্গলবার (৯ জানুয়ারি) তিনি এই দাবি করেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন চলছে।
সম্প্রতি এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর দেওয়া বক্তব্য তুলে ধরে তাহজীব আলম বলেন, ‘অতিকথন দোষে দুষ্ট আমাদের শিক্ষামন্ত্রীর অতিবিতর্কিত মন্তব্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। পত্রপত্রিকায় দেখেছি, মন্ত্রী সরকারি কর্মকর্তাদের বলেছেন, “আপনারা সহনীয় পর্যায় ঘুষ খাবেন। ঘুষ খেতে না বলার নৈতিক সাহস আমার নেই। কারণ আমি ঘুষ খাই, মন্ত্রীরা ঘুষ খায়।” এই বিতর্কিত বক্তব্যের জন্য মন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তাঁকে অবশ্যই সংসদে দাঁড়িয়ে তাঁর মন্তব্যের জন্য ব্যাখ্যা দিতে হবে। সত্যিই তিনি আত্মস্বীকৃত দুর্নীতিবাজ হলে জনগণের কাছে সরকারকে বিতর্কিত না করে ওনার উচিত নিজ পদ থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়া। কারণ একটি সফল ও সার্থক সরকারের ভাবমূর্তি কোনো দায়িত্বহীন ব্যক্তির লাগামহীন বক্তব্যে ভূলুণ্ঠিত হতে পারে না।’


এরপর তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী মাদক নিয়ন্ত্রণে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘স্কুলে স্কুলে ইয়াবায় ছেয়ে যাচ্ছে। মাদকের মাধ্যমে আমরা একটি প্রজন্মকে শেষ করে দিচ্ছি। জঙ্গিবাদের থেকেও ভয়াবহ হচ্ছে মাদক। এর সঙ্গে কে বা কারা জড়িত, তা আমার জানার বিষয় নয়। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ ব্যাপারে ব্যাখ্যা দাবি করব।’ মাদক ব্যবসায়ীদের হত্যা করার ইঙ্গিত করে নজিবুল বশর বলেন, ‘আমি নজিবুল বশর মাইজভান্ডারী, তরীকত ফেডারেশনের চেয়ারম্যান, যদি সরকারের কাছে তথ্য থাকে যে আমি এই ব্যবসার সঙ্গে জড়িত, তাহলে আমাকে হত্যা করুন। আমাকে হত্যা করে হলেও দেশটাকে বাঁচান। দেশ ছেয়ে যাচ্ছে মাদকে। দেশটাকে বাঁচান।’
সাংসদ নুরুল ইসলাম মিলন তাঁর বক্তব্যে প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা বাতিলের দাবি করেন।

ঠাকুরগাঁও কেন্দ্রীয় আখচাষী সমবায় সমিতির নবনির্মিত মার্কেটের উদ্বোধন

ঠাকুরগাঁও কেন্দ্রীয় আখচাষী সমবায় সমিতির নবনির্মিত মার্কেটের উদ্বোধন


ঠাকুরগাঁও কেন্দ্রীয় আখচাষী সমবায় সমিতির নবনির্মিত মার্কেটের উদ্বোধন করা হয়েছে।
সোমবার(২৩ অক্টোবর) সকাল ১১টায় শহরের গোবিন্দনগর এলাকায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেঁটে নবনির্মিত মার্কেটের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন(এমপি)।
উদ্বোধন শেষে কেন্দ্রীয় আখচাষী সমবায় সমিতির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় আখচাষী সমবায় সমিতির সভাপতি ও জেলা যুবলীগের সাধারন সম্পাদক দেবাশীষ দত্ত সমীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদেক কুরাইশী, জেলা আ’লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সদর উপজেলা আ’লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল,আখচাষী সমবায় সমিতির সহ-সভাপতি প্রদীপ চক্রবর্তী, পরিচালক জবাইদুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা সকলের সমন্বয়ে আখচাষী সমবায় সমিতির উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি প্রদান করেন।
ad970
ঠাকুরগাঁওয়ে পার্ক বন্ধের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে পার্ক বন্ধের দাবিতে মানববন্ধন

৩নং আকচা ইউনিয়ন, ঠাকুরগাঁও থানাধীন দেবীগঞ্জ হাটের দক্ষিনে স্বপ্ন জগৎ ও বুড়ির বাধস্থ কল্পনা রিসেট এবং পূর্বে চিটাগাং পার্ক , ফাড়াবাড়ি নামীয় স্থানে অসামাজিক, অশ্লীলকার্যকালাপ, তথা দেহ ব্যবসা, নেশাসহ বিভিন্ন ধরণের অপকর্ম হওয়ার কারণে স্থায়ীভাবে এই সব পার্কের বন্ধের দাবিতে মানববন্ধন ও ডিসি, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী অফিসারের বরাবর স্বারক লিপি প্রদান করেছে এলাকাবাসী।
বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।
এসময় বক্তরা বলেন ৩ নং আকচায় যেসব বিনোদন পার্ক আছে সেগুলোতে বিভিন্ন ধরণের অসামাজিক কার্যক্রম হচ্ছে। এবং এলাকার পরিবেশও নষ্ট হচ্ছে। তাই এই ৩টি পার্ক যেন স্থায়ীভাবে বন্ধ করা হয়।
মানববন্ধন শেষে ঠাকুরগাঁও জেলা প্রসাশক আব্দুল আওয়াল, পুলিশ সুপার ফারহাদ আহমেদ ও সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বারক লিপি প্রদান করে।

ad970


দিনাজপুরে ৪৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১১ মামলার পলাতক আসামী গ্রেফতার

দিনাজপুরে ৪৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১১ মামলার পলাতক আসামী গ্রেফতার

১১ টি মামলার পলাতক আসামী মোঃ রাজু (৪৯) ৪৮২ পসি ইয়াবা ট্যাবলটেসহ গ্রফেতার করছেে র‌্যাব-১৩ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১।
ঘটনার বিবরণে প্রকাশ যে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি দল ০৪ অক্টোবর ২০১৭ তারিখ দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ৮নং রেলঘুন্টি থেকে ১৫০ গজ পূর্ব দিকে চাঁনের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর গভীর রাতে অভিযান পরিচালনা করে ৪৮২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ রাজু (৪৯), পিতা-মৃত খাদেমুল ইসলাম, সাং-৮নং রেলঘুন্টি, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুরকে আটক করে।
উল্লেখ্য যে, উক্ত আসামীর নামে আরও ১১টি (মাদক, চুরি ও মারামারি সংক্রান্ত) মামলা রয়েছে। উপরোক্ত ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা জন্য আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ad970


খোচাবাড়ীতে বিয়ের দাবিতে ২ দিন ধরে প্রেমিকের বাড়ীতে অনশন প্রেমিকার

খোচাবাড়ীতে বিয়ের দাবিতে ২ দিন ধরে প্রেমিকের বাড়ীতে অনশন প্রেমিকার

ঠাকুরগাঁও সদর উপজেলার ছোট খোচাবাড়ি এলাকার গুচ্ছগ্রামে বিয়ের দাবিতে ২ দিন যাবৎ প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে  শিউলি (২০) নামের এক তরুণী।
এদিকে উভয় পরিবারের লোকজন বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করলেও প্রেমিককে আর খুজে পাওয়া যাচ্ছে না।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার ছোট খোচাবাড়ি গুচ্ছগ্রামের মতিউর রহমানের (বকমারী) কলেজ পড়ুয়া মেয়ে শিউলী (২০)’র সাথে একই গ্রামের সফিকুলের ছেলে নেহারুলের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে নেহারুল মেয়েটিকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। পরে কোনো উপায় না পেয়ে মঙ্গলবার রাতে তাদের বাড়িতে বিয়ের দাবি নিয়ে অবস্থান নেয় মেয়েটি। পরে স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করা হলে বেগতিক দেখে নেহারুল আত্মগোপন করে।
স্থানীয় ইউপি সদস্য বাবুল জানান, মঙ্গলবার রাত ১০টা থেকে উভয়ের পরিবারের উপস্থিতিতে মিমাংসার জন্য আলোচনা হয়। কিন্তু ছেলের পরিবার কোনভাবে বিয়েতে রাজি হয় নাই। পরে ছেলেটিকে বিয়ে করতে হবে এমন অবস্থা সৃষ্টি হলে গ্রামের কয়েকজনের সহযোগিতায় ছেলেটি পালিয়ে যায়।
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, বিষয়টি অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রেমিক নেহারুলের বাড়িতে অবস্থান করছে ওই তরুণী

সুত্র: ঠাকুরগাঁওয়ের খবর
ad970
কিবোর্ডে ‘ফাংশন কি’র কাজ কী?

কিবোর্ডে ‘ফাংশন কি’র কাজ কী?

কিবোর্ডে এফ-১ থেকে এফ-১২ পর্যন্ত ১২টি চাবি বা কি দেখা যায়। এগুলোকে বলা হয় ফাংশন কি। কিবোর্ডের অন্য কিগুলো ব্যবহার করা হলেও ফাংশন কিগুলো অব্যবহৃত থাকে বেশিরভাগ সময়। অনেকে জানেনই না এগুলো কী কাজে লাগে। তাই ব্রাইটসাইটের সৌজন্যে আজ থাকছে ফাংশন কি-এর কাজ।
ফাংশন কি-১ (এফ-১)
কম্পিউটারে কাজ করতে গিয়ে কোনো সমস্যায় পড়েছেন? তাহলে আপনার জন্যই অপেক্ষা করছে এফ-১। যেকোনো প্রোগ্রামের ক্ষেত্রে ফাংশন কি-১ চাপলেই স্বয়ংক্রিয়ভাবে ‘হেল্প’ বা সাহায্য অপশনটি খুলে যাবে।
ফাংশন কি-২ (এফ-২)
নির্বাচিত কোনো ফাইল বা ফোল্ডারকে ‘রিনেম’ করতে, অর্থাৎ পুনরায় নাম দেওয়ার ক্ষেত্রে ফাংশন কি-২ হতে পারে সহজ একটি সমাধান।
ফাংশন কি-৩ (এফ-৩)
সার্চ ফিচারের জন্য আর অন্য কোথাও খোঁজ করতে হবে না, কারণ চালু থাকা অ্যাপ্লিকেশনের সার্চ ফিচার আপনাকে অনায়াসেই খুঁজে দেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেবে ফাংশন কি-৩।
ফাংশন কি-৪ (এফ-৪)
কিবোর্ডের অল্টার কির সঙ্গে ফাংশন কি-৪ চাপলেই আপনার চালু থাকা উইন্ডোটি বন্ধ হয়ে যাবে।
ফাংশন কি-৫ (এফ-৫)
ডেস্কটপ বা ল্যাপটপকে রিফ্রেশ বা রিলোড করতে এখন আর মাউসের কোনো প্রয়োজন নেই। ফাংশন কি-৫ই যথেষ্ট।
ফাংশন কি-৬ (এফ-৬)
মাউসের কার্সরকে সরাসরি অ্যাড্রেস বারে পৌঁছে দেওয়ার দায়িত্ব রয়েছে ফাংশন কি-৬-এর কাঁধে।
ফাংশন কি-৭ (এফ-৭)
কম্পিউটারে লিখতে গিয়ে বানান ভুল? ব্যাকরণের কোনো বালাই নেই? আপনার এই সমস্যা দূর করবে ফাংশন কি-৭। মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনে বানান বা ব্যাকরণগত ভুল বের ফাংশন কি-৭-এর জুড়ি নেই।
ad970
ফাংশন কি-৮ (এফ-৮)
কম্পিউটার চালু করার সময় বুট মেন্যুতে ঢোকার রাস্তা আপনি খুঁজে পাবেন ফাংশন কি-৮ চাপলেই।
ফাংশন কি-৯ (এফ-৯)
ফাংশন কি-৯-এর কাঁধে দায়িত্ব রয়েছে দুটি। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টেকে রিফ্রেশ করার জন্য আপনি ফাংশন কি-৯ ব্যবহার করতে পারেন। এ ছাড়া মাইক্রোসফট আউটলুকে ই-মেইল আদান-প্রদানের জন্যও ফাংশন কি-৯-এর ব্যবহার করা যায়।
ফাংশন কি-১০ (এফ-১০)
কম্পিউটারে মেন্যুবার খোলার অন্যতম সহজ উপায় হচ্ছে ফাংশন কি-১০। তবে শুধু ফাংশন কি-১০ চাপলেই মেন্যুবার খোলা যাবে না। কিবোর্ডের শিফট বাটন চেপে ফাংশন কি-১০ চাপতে হবে।
ফাংশন কি-১১ (এফ-১১)
কম্পিউটারকে ফুলস্ক্রিন বা পূর্ণ পর্দায় রূপান্তরিত করার সবচেয়ে সহজ উপায় ফাংশন কি-১১।
ফাংশন কি-১২ (এফ-১২)
শুধু অভ্র সফটওয়্যার দ্রুত চালু করতেই ফাংশন কি-১২ ব্যবহার করা হয় না। কম্পিউটারে ‘সেভ অ্যাজ’ ডায়লগ বক্স চালু করতেও সমান পারদর্শী ফাংশন কি-১২।
ad970