১১ টি মামলার পলাতক আসামী মোঃ রাজু (৪৯) ৪৮২ পসি ইয়াবা ট্যাবলটেসহ গ্রফেতার করছেে র্যাব-১৩ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১।
ঘটনার বিবরণে প্রকাশ যে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি দল ০৪ অক্টোবর ২০১৭ তারিখ দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ৮নং রেলঘুন্টি থেকে ১৫০ গজ পূর্ব দিকে চাঁনের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর গভীর রাতে অভিযান পরিচালনা করে ৪৮২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ রাজু (৪৯), পিতা-মৃত খাদেমুল ইসলাম, সাং-৮নং রেলঘুন্টি, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুরকে আটক করে।
উল্লেখ্য যে, উক্ত আসামীর নামে আরও ১১টি (মাদক, চুরি ও মারামারি সংক্রান্ত) মামলা রয়েছে। উপরোক্ত ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা জন্য আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

খবর বিভাগঃ
উত্তরবঙ্গ
রংপুর বিভাগ
0 Please Share a Your Opinion.: