ঠাকুরগাঁও কেন্দ্রীয় আখচাষী সমবায় সমিতির নবনির্মিত মার্কেটের উদ্বোধন


ঠাকুরগাঁও কেন্দ্রীয় আখচাষী সমবায় সমিতির নবনির্মিত মার্কেটের উদ্বোধন করা হয়েছে।
সোমবার(২৩ অক্টোবর) সকাল ১১টায় শহরের গোবিন্দনগর এলাকায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেঁটে নবনির্মিত মার্কেটের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন(এমপি)।
উদ্বোধন শেষে কেন্দ্রীয় আখচাষী সমবায় সমিতির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় আখচাষী সমবায় সমিতির সভাপতি ও জেলা যুবলীগের সাধারন সম্পাদক দেবাশীষ দত্ত সমীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদেক কুরাইশী, জেলা আ’লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সদর উপজেলা আ’লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল,আখচাষী সমবায় সমিতির সহ-সভাপতি প্রদীপ চক্রবর্তী, পরিচালক জবাইদুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা সকলের সমন্বয়ে আখচাষী সমবায় সমিতির উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি প্রদান করেন।
ad970

শেয়ার করুন