ঠাকুরগাঁওয়ে পার্ক বন্ধের দাবিতে মানববন্ধন

৩নং আকচা ইউনিয়ন, ঠাকুরগাঁও থানাধীন দেবীগঞ্জ হাটের দক্ষিনে স্বপ্ন জগৎ ও বুড়ির বাধস্থ কল্পনা রিসেট এবং পূর্বে চিটাগাং পার্ক , ফাড়াবাড়ি নামীয় স্থানে অসামাজিক, অশ্লীলকার্যকালাপ, তথা দেহ ব্যবসা, নেশাসহ বিভিন্ন ধরণের অপকর্ম হওয়ার কারণে স্থায়ীভাবে এই সব পার্কের বন্ধের দাবিতে মানববন্ধন ও ডিসি, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী অফিসারের বরাবর স্বারক লিপি প্রদান করেছে এলাকাবাসী।
বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।
এসময় বক্তরা বলেন ৩ নং আকচায় যেসব বিনোদন পার্ক আছে সেগুলোতে বিভিন্ন ধরণের অসামাজিক কার্যক্রম হচ্ছে। এবং এলাকার পরিবেশও নষ্ট হচ্ছে। তাই এই ৩টি পার্ক যেন স্থায়ীভাবে বন্ধ করা হয়।
মানববন্ধন শেষে ঠাকুরগাঁও জেলা প্রসাশক আব্দুল আওয়াল, পুলিশ সুপার ফারহাদ আহমেদ ও সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বারক লিপি প্রদান করে।

ad970



শেয়ার করুন

0 Please Share a Your Opinion.: