ঠাকুরগাঁও: আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে জেলা প্রশাসন কার্যালয় হতে এক বর্নাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
রোববার (১ অক্টোবর) সকাল ১০ টায় জেলা প্রশাসন ও ইএসডিওইএসডিও’র সহায়তায় প্রবীণ হিতৈসী সংঘ ঠাকুরগাঁও জেলা শাখা এর আয়োজন করে। পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক জহুরুল হক, সমাজসেবা উপ-পরিচালক মো. আবু বক্কর সিদ্দীক, ঠাকুরগাঁও জেলার প্রবীণ হিতৈসী সংঘের সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন সহ প্রমুখ।
সংগ্রহ: সোনালীনিউজ ডটকম
0 Please Share a Your Opinion.: