প্রতিমা বিসর্জনে ঠাকুরগাঁওয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

ঠাকুরগাঁও: বছর ঘুরে আবার এসেছিল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব- শারদীয় দুর্গাপূজা। দিনের পরিক্রমায় ভক্তদের কাছ থেকে আবারও বিদায় নিলেন মা দুর্গা। নদীর পাড়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন ঠাকুরগাঁওয়ের সনাতন ধর্মাবলম্বীরা।
শনিবার (৩০ সেপ্টেম্বর) শেষ বিকেলে ঠাকুরগাঁওয়ের সকল মন্দির এলাকা থেকে বিজয়া শোভাযাত্রার মাধ্যমে আনন্দ উৎসব ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে
শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হয়।

গত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছিল সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা।
শনিবার (৩০ সেপ্টেম্বর) প্রতিমা বিসর্জন হয় একটি জলভর্তি হাঁড়িতে স্থাপিত আয়নায় মা দুর্গার প্রতিচ্ছবি আনার মাধ্যমে। ঠাকুরগাঁও রিভারভিউ উচ্চ বিদ্যালয় টাঙ্গন নদীর ঘাটে বিসর্জন দেয়া হয় প্রতিমা।
প্রতিমা বিসর্জনের পূর্বে সনাতন ধর্মাবলম্বী নারীরা প্রথমে মা দুর্গার পায়ে সিঁদুর দিয়ে তাঁদের ভক্তি জানান। পরে নিজেদের মধ্যে সিঁদুর খেলায় আনন্দে মেতে উঠেন এবং দুপুর ২ টায় ঠাকুরগাঁওয়ের সকল পূজা মণ্ডপে প্রসাদ বিতরণ করা হয়।
পূজামণ্ডপে শনিবার (৩০ সেপ্টেম্বর) বিজয়াদশমী শেষে কেন্দ্রীয় রামকৃষ্ণ মন্দির থেকে গৌধুলী বাজার, হলপাড়া দুর্গাবাড়ী মন্ডপ, ঘোষপাড়া মন্ডপ, আশ্রমপাড়া রামকৃষ্ণ মন্দির, গোবিন্দজিউ মন্দির, কলেজপাড়া মন্দির, ঠাকুরগাঁও রোড সুগারমিল মন্দির, মুহাম্মদপুর বানিয়াপাড়া মন্দির, কালিবাড়ি কালি মন্দির, শান্তিনগর মন্দির সহ আরও অনেক মন্দির প্রতিমা বিসর্জনে অংশগ্রহণ করে।
এ বিষয়ে ঠাকুরগাঁও পূজা উদ্যাপন কমিটির সভাপতি অরুনাংস দত্ত টিটো জানান, পূজা সুষ্ঠুভাবে সমাপ্ত হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন করেছি।

সংগ্রহ: সোনালীনিউজ ডটকম


শেয়ার করুন

0 Please Share a Your Opinion.: