দেবী দেখা হলো না ঠাকুরগাঁওয়ের দেবুর

দেবী দেখার আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া পশ্চিম ইউনিয়নের বাসিন্দা দেবুর (২৩)। শুক্রবার রাত ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
দেবু সদর উপজেলার রুহিয়া পশ্চিম ইউনিয়নের মন্ডলাদাম গ্রামের বকুলের ছেলে এবং রুহিয়া ডিগ্রি কলেজের ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষার্থী।
দেবুর পরিবারের লোকজন জানায়, শুক্রবার রাত ১১টায় দেবু তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেল যোগে দিনাজপুরে দেবী দেখার উদ্দেশে রওনা দিলে দিনাজপুর পৌঁছার আগেই পথিমধ্যে দশ মাইল নামক এলাকায় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।



তার দুই বন্ধু গুরুতর আহত হয়ে বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দেবুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




সংগ্রহ: জাগো নিউজ ২৪ ডট কম

শেয়ার করুন

0 Please Share a Your Opinion.: