ঠাকুরগাঁওয়ে সাবেক এমপির কুশপুতুল দাহ

ঠাকুরগাঁও জেলা তাঁতী লীগের সভাপতি রবিউল ইসলাম রবিকে লাঞ্ছিত ও অপহরণ করার প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ নেতা সাবেক এমপি এমদাদুল হকের কুশপুতুল দাহ করেছে রবির সমর্থকরা।
রোববার দুপুরে রাণীশংকৈল উপজেলার নেকমরদ হাটের চৌরাস্তায় রবিউল ইসলাম রবির সমর্থকরা সাবেক এমপি এমদাদুল হকের কুশপুতুল বানিয়ে আগুন ধরিয়ে দেয়।



এ ব্যাপারে জেলা তাঁতী লীগের সভাপতি রবিউল ইসলাম রবি অভিযোগ করে বলেন, আমি গত বৃহস্পতিবার রাত ১১টায় পীরগঞ্জ উপজেলার বাঁশগাড়া পূজা মণ্ডপে যাই। এসময় সাবেক এমপি ইমদাদুল হকের সমর্থকরা আমাকে পিস্তল ঠেকিয়ে মণ্ডপ থেকে টেনে হিঁচড়ে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। সেখানে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে আড়াই লাখ টাকা নিয়ে আমাকে ছেড়ে দেয়।
এ ঘটনায় থানায় অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানান এই আওয়ামী লীগ নেতা।





শেয়ার করুন

0 Please Share a Your Opinion.: