রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ মুনিরীয়া তবলীগের

মিয়ানমারে রোহিঙ্গা মুসলামানদের ওপর অমানবিক নির্যাতন, গণহত্যার মাধ্যমে জাতিগত নিধনের যে অপচেষ্টা চালাচ্ছে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল দরবার শরীফ এবং অরাজনৈতিক তরিক্বতভিত্তিক আধ্যাত্বিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ।
দরবার ও সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিজ্ঞপ্তিতে এর তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বলা হয়, রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর যে বর্বোরোচিত নৃশংসতা চলছে তা কোন সভ্য সমাজ মেনে নিতে পারে না।



আরও বলা হয়, দ্রুত ও মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন ও জাতিগত নিধন বন্ধ করতে হবে এবং মিয়ানমার সরকারকে রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বিতাড়িত সব রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবর্তন ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে।
এ ব্যাপারে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে চরমভাবে নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে হবে এবং মিয়ানমার সরকারের ওপর ক্রমাগত চাপ প্রয়োগ করতে হবে।







শেয়ার করুন

0 Please Share a Your Opinion.: