গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে জোড়া গোল করে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দলকে জিতিয়েছেন রোনালদো। ছন্দে ফেরার খুশিতে এবার পর্তুগীজ যুবরাজ তার গ্যারেজে তুলেছেন 'ব্র্যান্ড' নিউ গাড়ি। যেন-তেন গাড়ি নয়, ১.৮৫ মিলিয়ন পাউন্ডের বোগেটি সিরন সুপারকার। বাংলাদেশী টাকায় যার মূল্য প্রায় ২১ কোটি টাকা!
নতুন গাড়িতে ছেলে রোনালদো জুনিয়রকে নিয়ে ঘুরতে বের হওয়ার সময় ভিডিও করে সেটা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আপলোড করেছেন রোনালদো নিজেই। যেখানে তিনি তার গাড়িকে নিয়ে লিখেছেন, 'বিল্ডিংয়ে নতুন জন্তু বোগেটি সিরন।
0 Please Share a Your Opinion.: