রংপুরে ট্রাকচাপায় দুই যুবক নিহত

রংপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় দেড় ঘণ্টা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে রাখেন।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশ ট্রাক চালককে আটক করতে পারেনি। আজ শনিবার সকাল পৌনে ৯টায়  নগরীর সিও বাজার এলাকায় এ ঘটনা ঘটে।  
এ ব্যাপারে কোতয়ালী থানার ওসি জাহিদুল ইসলাম জানান, নিহত ওই দুই যুবক মোটরসাইকেলযোগে নীলফামারী থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী দেখতে আসার সময় নগরীর সিও বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে ট্রাকচাপায় শরিফুল ইসলাম নিহত হয়। আর রুবেল নিহত হয় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। তাদের দুইজনের বাড়ি নীলফামারী জেলায়।



রংপুর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম সাইফ জানান, এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

0 Please Share a Your Opinion.: