বালিয়াডাঙ্গীতে চাড়োলে ৫০ ঘর পুড়ে ছাই, পাশে দাঁড়িয়েছেন ইউএনও


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মাঝে কম্বল ও শুকনো খাবার বিতরণ করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা আ: মান্নান। 
শুক্রবার বিকালে তিনি উপজেলার চাড়োল ইউনিয়নের খালিপুর পুকুরপাড়া গ্রামের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় ২০টি পরিবারের মাঝে ২টি করে কম্বল এবং শুকনা খাবার হিসাবে চাল, তেল, চিনি, লবন, চিড়া, মুড়ি বিতরণ করেন। 



এ সময় চাড়োল ইউনিয়নের চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জী উপস্থিত ছিলেন।    
উল্লেখ. বৃহস্পতিবার দিবাগত রাত (শুক্রবার) ১টার সময় চাড়োল ইউনিয়নের খালিপুর পুকুরপাড়া গ্রামের আশরাফুলের গোয়ালঘর হতে কয়েলের আগুন এলাকায় ছড়িয়ে পড়লে ওই গ্রামের ২০টি পরিবারের প্রায় ৫০টি ঘর পুড়ে ভস্মিভূত হয়।  







শেয়ার করুন

0 Please Share a Your Opinion.: