ক্যান্সারের অভিনয় করায় ২ কোটি ৬২ লাখ ৫৬ হাজার টাকা জরিমানা

বিলি গিবসন নামের এক অস্ট্রেলিয়ান ব্লগারকে ব্রেন ক্যান্সারে আক্রান্ত্র হওয়ার অভিনয় এবং সেই ক্যান্সার আবার প্রাকৃতিক থেরাপিতে নিরাময় হওয়ার ভুয়া দাবি করায় ৪ লাখ ১০ হাজার অস্ট্রেলিয়ান ডলার (২ কোটি ৬২ লাখ ৫৬ হাজার টাকা) জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নের ফেডারেল আদালত গিলি গিবসনকে মানুষকে প্রতারণার দায়ে দোষী সাব্যস্ত করেন।




আদালত জানায় তিনি ২০১৩ সালে একটি জনপ্রিয় কুকবুক এবং স্মার্টফোন অ্যাপ বাজারে এনে লোককে বলেন তিনি বিকল্প চিকিৎসায় ক্যান্সারমুক্ত হয়েছেন। এর সঙ্গে তিনি ভারতীয়  আয়ুর্বেদিক ওষুধ ও গ্লুটেনমুক্ত খাদ্যাভ্যাসের কথাও বলেন।
২০১৫ সালে তিনি একটি অস্ট্রেলিয়ান ম্যাগজিনের সঙ্গে স্বীকার করেন যে তিনি ক্যান্সারের ওই চিকিৎসা নিয়ে মিথ্য বলেছেন। আর দাতব্য প্রতিষ্ঠানে অর্থ দান করার যে প্রতিজ্ঞা তিনি করেছিলেন তাও করতে ব্যর্থ হন।



গিবসন (২৫) তার বই এবং জনপ্রিয় সোস্যাল মিডিয়া ব্যবসা থেকে ৪ লাখ ২০ হাজার অস্ট্রেলিয়ান ডলার আয় করেন। যা তিনি দাতব্য প্রতিষ্ঠানে দান করার কথা বলেছিলেন। কিন্তু করেনি নি।
আর দানের কথা শুনেই লোকে তার অ্যাপটি কিনেছে।
সূত্র: এমিরেটস ২৪/৭




শেয়ার করুন

0 Please Share a Your Opinion.: