ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি, নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার

শেরপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদের ডাকপাড়া এলাকায় নৌকাডুবিতে নিখোঁজ দুই কৃষি শ্রমিকের একজনের লাশ ৪০ ঘণ্টা পর ঘটনাস্থলের ৬ কিলোমিটার ভাটিতে উদ্ধার হয়েছে। নিহত শহিদুল ইসলাম (২৬) চরপক্ষীমারী ইউনিয়নের দীঘলদী মোল্লাপাড়া গ্রামের বাহাদুর মিয়ার ছেলে।
আজ ৩০ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টার দিকে জামালপুরের শরিফপুর এলাকার বার্নার জোড়ব্রিজ এলাকায় ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় স্থানীয়রা লাশটি উদ্ধার করে। পরে পুলিশকে সংবাদ দেওয়া হলে নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিলে লাশ শনাক্ত করেন। তবে আরেক নিখোঁজ ফরিদ মিয়ার কোনো সন্ধান এখনো মেলেনি।


শেরপুর সদর থানার এসআই মো. মোস্তাফিজুর রহমান ন্যৌকাডুবিতে নিখোঁজ শহীদুলের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশটি পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে




বৃহস্পতিবার সন্ধ্যায় শেরপুর সদরের বেপারীপাড়া এলাকায় কৃষি মজুরির কাজ শেষে বাড়ি ফেরার পথে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে অন্যরা তীরে উঠলেও কৃষি শ্রমিক শহিদুল ও ফরিদ মিয়া নিখোঁজ হয়। শুক্রবার দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরিরা ব্রহ্মপুত্র নদে অনুসন্ধান চালিয়েও তাদের কোনো সন্ধান না পাওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। 


শেয়ার করুন

0 Please Share a Your Opinion.: