দিনাজপুরে পাইকারি পর্যায়ে কমেছে আটার দাম

উত্তরের জেলা দিনাজপুরে আটার দামে নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে। এক মাসের ব্যবধানে জেলার পাইকারি বাজারগুলোয় খাদ্যপণ্যটির দাম কমেছে বস্তাপ্রতি (৭৪ কেজি) ৫০-২৫০ টাকা। মূলত গম সরবরাহ বেড়ে যাওয়ায় আটার দাম কম রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তবে খুচরা পর্যায়ে তুলনামূলক বেশি দামে পণ্যটি বিক্রি হচ্ছে।



গতকাল দিনাজপুরের বিভিন্ন বাজার ঘুরে পাইকারি পর্যায়ে প্রতি বস্তা তৃষা আটা ১ হাজার ৯৫০ থেকে ২ হাজার ৫০ টাকায় বিক্রি হতে দেখা যায়। এক মাস আগেও পণ্যটির দাম ছিল বস্তাপ্রতি ২ হাজার ২০০ টাকা। সে হিসাবে এক মাসের ব্যবধানে পণ্যটির দাম কমেছে বস্তাপ্রতি সর্বোচ্চ ২৫০ টাকা। অন্যদিকে পণ্যটির ৩৭ কেজির প্রতি বস্তা বিক্রি হয় ৯৩০-৯৫০ টাকায়। এক মাস আগেও পণ্যটি প্রতি বস্তা ৯৮০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হয়েছিল। অর্থাত্ এক মাসের ব্যবধানে পণ্যটির দাম কমেছে বস্তাপ্রতি ৫০ টাকা।



স্থানীয় লাভলী ফুড লিমিটেডের ম্যানেজার মো. মাহফুজুর রহমান জানান, গম উৎপাদন বাড়া-কমার সঙ্গে আটার দাম সরাসরি জড়িত। খাদ্যপণ্যটির বাড়তি উৎপাদনের কারণে পাইকারি পর্যায়ে আটার দাম কম রয়েছে। তবে দিনাজপুরের খুচরা বাজারগুলোয় আটার দাম পাইকারি বাজারের তুলনায় কমেনি। গতকাল স্থানীয় মুদি দোকানগুলোয় প্রতি কেজি আটা ২৮-৩০ টাকায় বিক্রি হতে দেখা যায়। এবারের বর্ষা মৌসুমে আগাম বন্যায় প্লাবিত হয় পুরো জেলা। সে সময় আটার দাম কিছুটা বেড়ে যায়। বর্তমানে খুচরা ব্যবসায়ীরা পণ্যটির বাড়তি এ দাম বজায় রেখেছেন বলে অভিযোগ ক্রেতাদের। 



শহরের টিঅ্যান্ডটি রোডের ক্ষুদ্র হোটেল ব্যবসায়ী মো. চান মিয়া বলেন, পাইকারি পর্যায়ে আটার দাম কমে এসেছে। তবে খুচরা পর্যায়ে এর প্রভাব দেখা যাচ্ছে না। এখনো বাড়তি দামে পণ্যটি কিনতে হচ্ছে। এটা মোটেও গ্রহণযোগ্য নয়।
গ্রাহক পর্যায়ে কম দামে আটা পৌঁছে দিতে এরই মধ্যে উদ্যোগ নিয়েছে সরকার। দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. কাওছার আলী  বলেন, ওএমএসের আওতায় সরকার নির্ধারিত কম দামে চাল ও আটা বিক্রির জন্য জেলার ১২টি পয়েন্টে ২৪ জন ঠিকাদার নিয়োগ করা হয়েছে। তারা ক্রেতাদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে খোলাবাজারে আটা ও চাল বিক্রি করবেন। প্রতি কেজি আটার দাম ধরা হয়েছে ১৭ টাকা। এক্ষেত্রে কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তবে ওএমএসের আওতায় চালু করা পয়েন্টগুলোয় কম দামে আটা কিনতে ক্রেতাদের মাঝে তেমন একটা সাড়া পাওয়া যায়নি। (বণিক বার্তা) 

শেয়ার করুন

0 Please Share a Your Opinion.: